অদ্য ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০.০০টায় বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল লিঃ এর উদ্যেগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন, র্যালী, আলোচনা সভা এবং হাসপাতালের সমস্ত রুগীসহ সকলের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করার মাধ্যমে উক্ত কর্মসূচী পালিত হয়। এই মহান নেতার জন্মদিন উপলক্ষে গৃহীত কর্মসুচীতে বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামসুদ্দিন ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. দায়েম উদ্দিন, পরিচালক, সকল স্তরের ডাক্তার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং বারিন্দ কলেজ অব নাসিং সায়েন্সেস্ এর প্রিন্সিপালসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
(মোঃ শামসুদ্দিন)
ব্যবস্থাপনা পরিচালক
বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল লিঃ
রাজশাহী